বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগ। প্রায় আড়াইশ শতাব্দী আগে শিল্প বিপ্লবের কারনে সভ্যতার গতি প্রকৃতি পরিবর্তিত হয়েছিল। একুশ শতকে তথ্য প্রযুক্তির বিপ্লবের ভেতর দিয়ে আবার সেই গতি প্রকৃতির পরিবর্তিত হচ্ছে। আমাদের সমাজের সাধারণ মানুষের জীবনে প্রায় সকল ক্ষেত্রেই প্রযুক্তি ও তথ্য প্রযুক্তির প্রয়োগ হয়ে পড়েছে একান্ত অপরিহার্য। সর্ব ক্ষেত্রে তথ্য প্রযুক্তির উপর জোর দেওয়া, তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার সর্বত্র হওয়া প্রয়োজন। কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ সে লক্ষ্যে তাদের নিজস্ব ডাইনামিক ওয়েবসাইট চালু করতে যাচ্ছে। যাতে এই কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ ডিজিটাল বাংলাদেশ গড়া এবং অগ্রসরমান জাতি হিসাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে।