Back

বাণী

আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন যা মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা, সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য যাত্রা শুরু করেছিল কালের পরিক্রমায় তা আজ সারা বিশ্বের ১৮৮ দেশে জাতীয় পর্যায়ে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি” নামে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু এবং বর্তমানে দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে তা চালু রয়েছে। কুষ্টিয়া সরকারি মহিলা কলেজেও “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ ইউনিট” নামে তার কার্যক্রম বজায় রেখে চলেছে।

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ ইউনিট যেসকল সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে তার মধ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন, রক্ত সংগ্রহ, প্রথমিক চিকিৎসা প্রদান সংক্রান্ত প্রশিক্ণের আয়োজন, দূর্যোগ মোকাবিলায় সহায়তা প্রদান এবং বিভিন্ন  জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযথ মর্যাদায় পালন উল্লেখযোগ্য। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সুনাম বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে সচেতনতার সাথে সংগঠনটির সাথে যুক্ত হয়ে মানবিক আন্দোলনে নিজেদের সংযুক্ত হওয়ার আহ্বান করছি।

মোঃ আশরাফ আলী,
প্রভাষক,(দর্শন)
দায়িত্বপ্রাপ্ত শিক্ষক,
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ ইউনিট।