বিএনসিসি
কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ প্লাটুন
১৯৬৬ সালে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী নারী শিক্ষার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের উৎপত্তি ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই এই বিদ্যাপীঠ লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক নেতৃত্বদানে সদা প্রস্তুত। চিন্তাশীল, আদর্শিক, দেশপ্রেমিক নাগরিক ও মননশীল মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে আসছে এই বিদ্যাপীঠ। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এখানে গড়ে উঠেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যুব সমাজের নৈতিক উন্নতি সাধন। প্রতি বছর ক্যাডেট ভর্তি নীতিমালা অনুসরণ করে উচ্চমাধ্যমিক এবং সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে শারীরিক পরীক্ষা ও মৌখিক সাক্ষাকার গ্রহণের মাধ্যমে এবং অন্যান্য কো-কারিকুলাম কার্যক্রমে পারদশীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত ক্যাডেটদেরকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয় প্রশিক্ষণ কার্যক্রম সরাসরি তদারকি করে থাকেন এবং এর কার্জক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য আদেশ, উপদেশ, নির্দেশনা এবং উত্সাহ প্রদান করে থাকেন। কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ প্লাটুনের পিইউও হিসেবে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নবীনূর রহমান খান দায়িত্ব পালন করে আসছে। তিনি ২০২২ সালে কুষ্টিয়া জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হন।