Back

PRINCIPAL MESSAGE

প্রফেসর ড. জে. এম. আব্দুর রকীব, অধ্যক্ষ , কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ।

বাউল সম্রাট লালন শাহ, রবি ঠাকুর, কাঙ্গাল হরিনাথ, মীর মশাররফ হোসেন এর তীর্থভূমি, বাংলাদেশের সাংস্কৃতির রাজধানী কুষ্টিয়ার নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসাবে প্রায় অর্ধ শতাব্দী কালের গৌরবময় ঐতিহ্য বহন করে আসছে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ। অত্র কলেজে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য সংস্কৃতি চর্চার মনোরম পরিবেশ বিদ্যমান। কলেজটিতে রয়েছে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। কলেজটির মূল লক্ষ্য শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু রয়েছে। তাছাড়া স্নাতক পাস স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। এ কলেজে সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিএনসিসি, গার্লস ইন রোভার, রেঞ্জার ইউনিট, রেড ক্রিসেন্ট এবং বাংলা ও ইংরেজি ডিবেটিং ক্লাব ও বিজ্ঞান ক্লাবের কার্যক্রম চালু রয়েছে। এ সকল সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত জ্ঞান অর্জন করে শিক্ষার্থীর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। কলেজের একাদশ শ্রেণি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তিতে সুযোগ পেয়েছ তোমাদের মাধ্যমে এই ঐতিহ্য বহনকারী কলেজটি আরো সমৃদ্ধ ও সুনাম অর্জন করবে এই প্রত্যাশায় কলেজ ক্যাম্পাসে স্বাগত জানাই। 

 

ACHIEVEMENT

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ

ACHIEVEMENT

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ খুলনা বিভাগের মধ্যে ৭ম স্থান অর্জন

94532
Learners
60483
Graduates
35
Countries Reached
1560
Courses Published

Latest News

Education news all over the world.