জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মজয়ন্তী উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মজয়ন্তী উদযাপন অনিবার্য কারণবশত আগামী ২৫/০৫/২০১২ তারিখের পরিবর্তে ২৬/০৫/২০১২ শনিবার সকাল ১০.০০ টায় ১০১ নং কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে ছাত্রী-শিক্ষক-কর্মচারীবৃন্দকে যথাসময়ে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
অনুষ্ঠানমালা
তারিখ | সময় | বিষয় | অংশগ্রহণকারী |
২২/০৫/২০১২ মঙ্গলবার | সকাল ১০.০০ কক্ষ নং-১০৪ |
রচনা প্রতিযোগিতা বিষয় : কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যশব্দ সংখ্যা=১০০০। সময় : ০১ ঘন্টা। |
কলেজে অধ্যয়নরত ছাত্রীবৃন্দ |
সকাল ১০.০০ কক্ষ নং-১০১ |
কাজী নজরুল ইসলামের কবিতা (যে কোন কবিতার প্রথম ২০ লাইন) |
কলেজে অধ্যয়নরত ছাত্রীবৃন্দ |
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু ছাত্রীদেরকে ইংরেজী বিভাগে সংরক্ষিত রেজিষ্টারে আগামী ২১ মে ২০১২ খ্রি. রোজ সোমবারের মধ্যে নাম অন্তর্ভূক্ত করার জন্য বলা
অধ্যক্ষ
কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ,কুষ্টিয়া।