Cultural Program & Annual Game
Cultural Program & Annual Game সাহিত্য ও সংস্কৃতি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫
।। বিজ্ঞপ্তি।। (০১)
এতদ্বারা কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ছাত্রীদের জানানো যাচ্ছে যে, ২০১৫ সালের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় নিম্নবর্ণিত ইভেন্টসমূহে অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রীদেরকে আগামী ১০/০২/২০১৫ খ্রি. তারিখের মধ্যে লাইব্রেরি অফিস কক্ষে রক্ষিত খাতায় নিজ নাম, ইভেন্টের নাম, শ্রেণী, রোল নং ও মোবাইল নং উল্লেখ করত: তালিকাভূক্ত করার জন্য নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য, কোন প্রতিযোগী বিতর্ক প্রতিযোগিতা ব্যতীত সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতার ইভেন্ট সমূহঃ (সাহিত্য-সংস্কৃতি)
১। বাংলা কবিতা আবৃত্তি (নির্ধারিত)
২। ইংরেজী কবিতা আবৃত্তি (নির্ধারিত)
৩। উপস্থিত বক্তৃতা (টোকেন ভিত্তিক)
৪। একক অভিনয়
৫। রিলে (ধারাবাহিক) গল্প বলা
৬। পুঁথি পাঠ (নির্ধারিত)
৭। কৌতুক
৮। বিতর্ক প্রতিযোগিতা
৯। দেশাতœবোধক গান
১০। রবীন্দ্র সঙ্গীত
১১। নজরুল সঙ্গীত
১২। আধুনিক গান
১৩। লোক সঙ্গীত (লালন গীতি, ভাটিয়ালী, পল্লীগীতি, ভাওয়াইয়া)
১৪। একক নৃত্য (সাধারণ)
।। বিজ্ঞপ্তি।। (০২)
অত্র কলেজের সকল শ্রেণির ছাত্রীদের জানানো যাচ্ছে যে, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রীদের আগামী ১০/০২/২০১৫ তারিখ বেলা ১ টার মধ্যে লাইব্রেরীতে রক্ষিত ছকে নাম, শ্রেণি, রোল নং লিপিবদ্ধ করার জন্য পরামর্শ দেয়া হলো। উল্লেখ্য যে, একজন ছাত্রী রিলে দৌড় ও “যেমন খুশী তেমন সাজো” প্রতিযোগিতা ছাড়াই ৩ টি ইভেন্টে নাম তালিকা ভূক্ত করতে পারবে। অন্তঃকক্ষ ক্রীড়ায় যেকোন ০২ টি ইভেন্টে নাম দেয়া যাবে।
ইভেন্ট সমূহের নাম
বহিঃ ক্রীড়া
১। ১০০ মিটার দৌড়
২। ২০০ মিটার দৌড়
৩। ৪০০ মিটার দৌড়
৪। রিলে দৌড় (৪ঢ১০০)
৫। ভারসাম্য দৌড় (১০০ মিটার)
৬। গোলক নিক্ষেপ
৭। বর্শা নিক্ষেপ
৮। দীর্ঘ লাফ
৯। উচ্চ লাফ
১০। বস্তা দৌড়
অন্তঃকক্ষ ক্রীড়া
১১। ক্যারম একক (অন্তঃ)
১২। ক্যারম দ্বৈত
১৩। দাবা
১৪। ব্যাডমিন্টন দ্বৈত
১৫। যেমন খুশী তেমন সাজ