
PRINCIPAL MESSAGE
প্রফেসর ড. মোঃ আমিনুল হক, অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ।
সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে কুষ্টিয়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। কুষ্টিয়ার রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি। শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া প্রভৃতি ক্ষেত্রে রয়েছে চমৎকার অর্জন। কুষ্টিয়ার সাথে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ, লালন, কাঙ্গাল হরিনাথ, জগদীশ গুপ্ত, মীর মশাররফ এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি মাহমুদা খাতুন সিদ্দিকার নাম। নারী শিক্ষার ক্ষেত্রে এ জেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ প্রায় অর্ধ-শতাব্দী কাল ধরে স্বমহিমায় হিমালয়ের মত দাঁড়িয়ে আছে। কলেজটির প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম।
শিক্ষা প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে শিক্ষাপঞ্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো ফলাফলের প্রত্যাশায় একটি সুচিন্তিত শিক্ষাপঞ্জি প্রনয়নের মহৎ চিন্তা থেকেই প্রতি বছর কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ গ্রহণ করে থাকে। এ ছাড়াও ডিগ্রী (পাস), অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষাপঞ্জি যথেষ্ট সহায়ক ভূমিকা রেখেছে।
দরিদ্র মেধাবী ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা আছে। ছাত্রীদের থাকার জন্য রয়েছে তাপসী রাবেয়া ছাত্রী হোস্টেল ও বেগম রোকেয়া ছাত্রী হোস্টেল। কলেজটিকে সিসি টিভি এর আওতায় আনা হয়েছে। রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। বিভিন্ন তথ্য-উপাত্ত, চিঠিপত্র, বিজ্ঞপ্তি, রেজাল্ট তথা যাবতীয় বিষয়কে অনলাইন ভিত্তিক করা হয়েছে। পড়ালেখার মান যাচাইয়ের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ কয়েকবার পুরস্কৃত হয়েছে।
এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২৩ কর্তৃক কুষ্টিয়া জেলার মধ্যে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এ ছাড়াও অত্র কলেজ থেকে বেশ কয়েকটি ইভেন্টে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক এবং শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। এ কলেজের শিক্ষার্থীরা সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে প্রায়ই দেশ সেরা কৃতিত্ব লাভ করে। বহু কৃতি শিক্ষার্থী এ কলেজ থেকে কৃতিত্বের সহিত শিক্ষা জীবন শেষ করে দেশ-বিদেশে অবদান রাখছেন এবং দেশের মুখ উজ্জ্বল করছেন। কলেজে রয়েছে সমৃদ্ধ বিজ্ঞানাগার, শহীদ মিনার, শেখ রাসেল মুক্তমঞ্চ, মুজিব উদ্যান, বঙ্গমাতা প্রমীলা ক্রিকেট গ্রাউন্ড, শেখ রাসেল পার্ক ও খেলার মাঠ।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা বহুদুর এগিয়ে যাবে এবং জাতি গঠনে বিরাট ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। কলেজের সার্বিক মান উন্নয়ন ও কর্মস্পৃহা অব্যাহত থাকুক- এ প্রত্যাশা করছি। এ কালেজের সাথে জড়িত সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীকে জানাচ্ছি আমার আন্তরিক সুভেচ্ছা ও অভিনন্দন।

VICE PRINCIPAL MESSAGE
প্রফেসর এ,কে,এম, জালাল উদ্দিন, উপাধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ।
বাউল সম্রাট লালন শাহ, রবি ঠাকুর, কাঙ্গাল হরিনাথ, মীর মশাররফ হোসেন এর তীর্থভূমি, বাংলাদেশের সাংস্কৃতির রাজধানী কুষ্টিয়ার নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসাবে প্রায় অর্ধ শতাব্দী কালের গৌরবময় ঐতিহ্য বহন করে আসছে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ। অত্র কলেজে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য সংস্কৃতি চর্চার মনোরম পরিবেশ বিদ্যমান। কলেজটিতে রয়েছে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। কলেজটির মূল লক্ষ্য শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু রয়েছে। তাছাড়া স্নাতক পাস স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। এ কলেজে সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিএনসিসি, গার্লস ইন রোভার, রেঞ্জার ইউনিট, রেড ক্রিসেন্ট এবং বাংলা ও ইংরেজি ডিবেটিং ক্লাব ও বিজ্ঞান ক্লাবের কার্যক্রম চালু রয়েছে। এ সকল সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত জ্ঞান অর্জন করে শিক্ষার্থীর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। কলেজের একাদশ শ্রেণি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তিতে সুযোগ পেয়েছ তোমাদের মাধ্যমে এই ঐতিহ্য বহনকারী কলেজটি আরো সমৃদ্ধ ও সুনাম অর্জন করবে এই প্রত্যাশায় কলেজ ক্যাম্পাসে স্বাগত জানাই।






ACHIEVEMENT
কুষ্টিয়া সরকারী মহিলা কলেজ

ACHIEVEMENT
কুষ্টিয়া সরকারী মহিলা কলেজ খুলনা বিভাগের মধ্যে ৭ম স্থান অর্জন
Latest News
Education news all over the world.
15 আগষ্ট পালন উপলক্ষে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের কর্মসূচী সমূহ
১৭ মার্চ ও ২৬ মার্চে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের গৃহীত কর্মসূচী ও কার্য বিবরণী





