সাভার ভবন ধ্বস, মোঃ সাজ্জাদ বুলবুল
সাভার ভবন ধ্বস
সাভারেতে ভবন ধ্বসে হারালো হাজার লোকের প্রাণ
তাতে তুমি ফেললে আজি এক ফোঁটা চোখের জল,
কারো বাবা, কারো মা, কারো বা ভাই-বোন
চলে গেল চিরতরে ফেলে আপনজন।
যে হারালো মায়ের আদর, বাবার স্নেহ, ভাইয়ের মত ভাই
সারা দুনিয়ায় এ আদর ফিরে পাওয়া দায়।
আজকে তুমি সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত
ওদের কথা চিন্তা করে কাটালে একটা রাত।
যাদের ঘরে বইছে আজি শুধুই কান্নার রোল,
ক্ষুধার জ্বালায় ছোট্ট শিশু খুঁজছে মায়ের কোল।
আছেন যত শিল্পপতি ধনী ধনী লোক
সাধারণের জীবন নিয়ে আর করবেন কত জোক !
মোঃ সাজ্জাদ বুলবুল
Saver Building Avalanche
Saver thousand people lost their lives collapsing buildings,
The longer you today – tears of water droplets.
Somebody else’s mother, somebody’s father or brother – sister,
putting the dear departed forever.
The lost love mom, dad, affection, mother’s brother,
Liability in this respect in the world to cherish .
Today, the best you asaraphulamakhalukat
they worry about spending a night.
Just today the strong room weeping,
searching mother’s breasts due to hunger children today.
The wealthy people are wealthy industrialist,
About life in general and how to crack.
Sazzad bulbul