২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষবর্ষ (নিয়মিত) ভর্তি বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া।
২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষবর্ষ (নিয়মিত) ভর্তি বিজ্ঞপ্তি
অত্র কলেজে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষবর্ষ (নিয়মিত) ভর্তির জন্য আবেদনকৃত ছাত্রীদের মধ্যে থেকে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা আগামী ১৮/০৬/২০১৫ খ্রি. তারিখ হতে ২৫/০৬/২০১৫ তারিখের মধ্যে অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে (শনিবার ও সরকারি ছুটিরদিন ব্যতীত) সকাল ১০:০০ টা হতে দুপুর ১:০০ টা পর্যন্ত সকল পাওনাদি কলেজ ক্যশ শাখায় জমা দিয়ে জমা রশিদ ও ভর্তি ফরম স্ব স্ব বিভাগে জমা দিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে বলা হলো।
ভর্তির আবেদন ফরমের সাথে যা জমা দিতে হবে।
১। মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক/সমমান, স্নাতক (পাস)/স্নাতক সম্মান/স্নাতকোত্তর ১ম পর্ব (নিয়মিত) পরীক্ষার
নম্বরপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি সত্যায়িত।
২। সদ্য তোলা সত্যায়িত ছবি ০২ (রঙিন)
ফিসাদির বিবরণ
১। সরকারিঃ
ক্রমিক খাতের নাম পরিমান
১ ভর্তি ফি জনপ্রতি ৩০/-
২ বেতন জুলাই/১২ থেকে জুন/১৩ ৩৬০/-
মোট ৩৯০/-
২। জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ
ক্রমিক খাতের নাম পরিমান
১ রেজিষ্ট্রেশন ফি ৮০০/-
২ ক্রীড়া ও সংস্কৃতি ফি ২০/-
৩ বি.এন.সি.সি ৫/-
৪ রোভার স্কাউট ১০/-
মোট ৮৩৫/-
৩। বেসরকারি
ক্রমিক খাতের নাম পরিমান
১ ধর্মীয় ৩০/-
২ সাহিত্য ও সংস্কৃতি ৫০/-
৩ বহি ক্রীড়া ৫০/-
৪ অভ্যন্তরীন ক্রীড়া ও কমনরুম ৪০/-
৫ ম্যাগাজিন ৩০/-
৬ রোভার স্কাউট ৪০/-
৭ বি.এন.সি.সি ৪০/-
৮ রেঞ্জার ফিস ২৫/-
৯ রেড ক্রিসেন্ট ২০/-
১০ পরিচয়পত্র ৩০/-
১১ উন্নয়ন ফি ২০০/-
১২ লাইব্রেরী ২৫/-
১৩ পরিবহন ও যোগাযোগ ৭৫/-
১৪ দরিদ্র তহবিল ২০/-
১৫ নিরাপত্তা ও নৈশ্য প্রহরী/ অত্যাবশ্যকীয় কর্মচারী ৫০০/-
১৬ চিকিৎসা ২০/-
১৭ আইসিটি ২০/-
১৮ বিজ্ঞান ক্লাব ২০/-
১৯ বিবিধ ১০০/-
২০ ভর্তি ব্যবস্থাপনা ফিস ৫০/-
মোট= ১৩৮৫/-
সর্বমোট (৩৯০+৮৩৫+১৩৮৫)= ২৬১০/-
অধ্যক্ষ
কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কু্িষ্টয়া।