মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫
কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ উদ্যাপন উপলক্ষে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নিম্নোক্ত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ৭.০০ টার মধ্যে কলেজ ক্যাম্পাসে সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্রীদেরকে অবশ্যই উপস্থিত থাকার জন্য বলা হলো।
কর্মসূচী সমুহঃ
তারিখ | বিষয় | স্থান ও আরম্ভের সময় |
২৬/০৩/২০১৫ , বৃহস্পতিবার | জাতীয় পতাকা উত্তোলন | কলেজ ক্যাম্পাস, সূর্যোদয়ের সাথে সাথে |
,, | ছাত্রী, শিক্ষক ও কর্মচারী সমন্বয়ে র্যালি ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। | কলেজ ক্যাম্পাস থেকে জাতীয় স্মৃতিসৌধ (ডিসি কোর্ট চত্ত্বর) পর্যন্ত। সকাল ৭:৩০ মি. |
,, | আলোচনা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল। | সকাল- ১১:০০ মি. কক্ষ নং- ১০১ |
বিঃদ্রঃ ২৭ মার্চ ২০১৫ খ্রি. তারিখ সন্ধ্যা ৭.০০ টায় জেলা তথ্য অফিসের সহযোগিতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র ও প্রামান্য অনুষ্ঠান দেখানো হবে। স্থানঃ কলেজ মাঠ।
(প্রফেসর মোঃ সফিকুর রহমান খান)
অধ্যক্ষ
কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া।
Tag:২৬ মার্চ